Health Service & SRHR

জনশুমারিতে আলাদাভাবে যুক্ত হয়েছে ‘হিজড়া’ লিঙ্গ।

আগামী ১৫ জুন থেকে ২১ জুন ২০২২ অনুষ্ঠিত হতে যাচ্ছে ষষ্ট জনশুমারি। প্রথমবারের মতো জনশুমারিতে আলাদাভাবে যুক্ত হয়েছে ‘হিজড়া’ লিঙ্গ। এই জনগোষ্ঠীর জন্য নিঃশন্দেহে এটি আনন্দের বিষয়। জাতীয় উন্নয়নে অংশগ্রহণ এবং সঠিক উন্নয়ন পরিকল্পনার জন্য নির্ভুল শুমারি অত্যাবশ্যক।

তাই হিজড়া জনগোষ্ঠীর প্রতি আহ্বান- জনশুমারিতে সঠিত তথ্য দিয়ে ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ২০২২’ অর্জনে অংশীদার হোন।