Helplines:
Doctors (NCD):
01719 530135
Ain-Alap (Legal Support): 01771 444666
Porichoy (Mental Health): 01714 048418
নতুন দিনের ভাবনা!
পারিপার্শ্বিক প্রতিকুলতার কারণে তুলনামূলকভাবে বেশি মানসিক স্বাস্থ্য বিষয়ক সমস্যায় ভোগেন ট্রান্সজেন্ডার, হিজড়া এবং লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠীর সদস্যরা। অথচ অনুকুল চিকিৎসা ব্যবস্থাও তাদের জন্য অপ্রতুল। আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস, এই দিনে তরুণ চিকৎসকরা এগিয়ে এসেছেন এই জনগোষ্ঠীর পাশে। প্রতিজ্ঞা করেছেন ট্রান্সজেন্ডার, হিজড়া এবং লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠীর সেবা নিজেদের নিবেদিত করার।
ইউএসএআইডি’র সমতা প্রকল্পের সহায়তায় বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস সোসাইটির সঙ্গে যৌথভাবে ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৩’ উদযাপন করছে বন্ধু।
Bandhu Promo
A Short brief about Bandhu Social Welfare Society.
Pioneer
Pioneer১ নভেম্বর জাতীয় যুবদিবস। ‘প্রশিক্ষিত যুব উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্য সারাদেশে পালিত হচ্ছে দিবসটি। দেশের মোট জনসংখ্যার এক-তৃতীয়অংশই যুবা, যাদের সুপ্রশিক্ষিত করতে পারলেই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ২০৩০ অর্জনের পথে সহজ হবে। এই পথ প্ররিক্রমায় যুক্ত হয়েছে ট্রান্সজেন্ডার ও হিজড়া যুবারা। তারা প্রতিনিয়ত কাজ করে চলছে একটি উন্নত ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণে। কেবল ইতিবাচক দৃষ্টিভঙ্গি পারে তাদের এই প্রচেষ্টাকে আরো সমুন্নত করতে। ট্রান্সজেন্ডার ও হিজড়া যুবাদের মানসিক এবং আর্থ-সামাজিক উন্নয়নে @NOREC’র সহযোগিতায় কাজ করছে বন্ধু।
Surokkhito Jibon / সুরক্ষিত জীবন
ADAMYA
জুন’ লিঙ্গ বৈচিত্র্যময় ও হিজড়া জনগোষ্ঠীর জন্য একটি বিশেষ মাস। বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে লিঙ্গ বৈচিত্র্যময় ও হিজড়া জনগোষ্ঠীর নিত্য-সংগ্রামের প্রতীকী নানা উদযাপনে পালিত হয় ‘জুন’ মাস।
বাংলাদেশে লিঙ্গ বৈচিত্র্যময় ও হিজড়া জনগোষ্ঠীর ইতিহাস সংগ্রামের ইতিহাস। নিজেদের আত্ম-পরিচয় প্রতিষ্ঠা ও সামাজিক স্বীকৃতির জন্য প্রতিনিয়ত বৈষম্য ও নিপীড়ন সহ্য করতে হয় লিঙ্গ বৈচিত্র্যময় ও হিজড়া জনগোষ্ঠীর মানুষদের। রাষ্ট্রীয় ‘হিজড়া লিঙ্গ’ স্বীকৃতি, পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রে সতন্ত্র পরিচয় প্রদানের সুযোগ তৈরির মতো উল্লেখযোগ্য অগ্রগতি হলেও সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন সূচকে এই জনগোষ্ঠী এখনো অনেক পিছিয়ে আছে।
উন্নয়ন সংস্থা হিসেবে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি (বন্ধু) সবসময় বাংলাদেশের লিঙ্গ বৈচিত্র্যময় ও হিজড়া জনগোষ্ঠীর অধিকার, স্বীকৃতি ও সামাজিক উন্নয়নে বন্ধ পরিকর। বিগত দুই দশকের বেশি সময় এই জনগোষ্ঠীর জন্য কাজ করছে বন্ধু এবং ভবিষ্যতে তা অব্যহত থাকবে।
‘জুন’ মাস উদযাপনের অংশ হিসেবে, লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠীর নিত্য সংগ্রামের সচিত্র দলিল- ‘অদম্য’।
Bandhu-ঘরে থাকি-১ Animation-COVID19
Bandhu Social Welfare Society (Bandhu) a community-led organization is always concerned about the needs of the targeted community and designs timely programs to support the community as well as staff. Considering the sudden wake of COVID-19, Bandhu has taken the following initiatives during this period to serve the community.